ঢাকা: নিবন্ধন ছাড়া যুব সংগঠন করলে শাস্তির বিধান রেখে ‘যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালন) আইন, ২০১৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভুইঞা সাংবাদিকদের জানান, নিবন্ধন ছাড়া কিংবা শর্ত ভেঙ্গে যুব সংগঠন পরিচালনা করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে আইনের খসড়ায়।
আইনটি পাশ হলে এ আইনের অধীনে যুব সংগঠনগুলোকে সমাজ সেবা অধিদফতরের পরিবর্তে যুব উন্নয়ন অধিদফতর থেকে নিবন্ধন নিতে হবে বলেও জানান তিনি।
দেশে ১৪ হাজারের বেশি যুব সংগঠন রয়েছে। নতুন আইনে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত রাখা হয়েছে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইন কার্যকর হওয়ার ছয় মাসের মধ্যে সমাজ সেবা অধিদফতরের নিবন্ধিত যুব সংগঠনকে যুব উন্নয়ন অধিদফতরের কাছ থেকে স্বীকৃতিপত্র নিতে হবে।
গুরুতর অনিয়মে যুব সংগঠনের বিলুপ্তির বিধানের পাশাপাশি স্বেচ্ছা বিলুপ্তির নিয়মও থাকছে আইনের খসড়ায়।
আইনের খসড়ায় জাতীয় যুব কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে বলেও জানান মোশাররাফ হোসেন ভুইঞা।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫/আপটেড ১৫২৫ ঘণ্টা