ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বাস-ট্রাকে আগুন, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
নারায়ণগঞ্জে বাস-ট্রাকে আগুন, আহত ৫ ছবি: ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় যাত্রীবাহী একটি বাস ও ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন।



সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ রুটের ফতুল্লার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০-২৫ জন যুবকের একটি দল হঠাৎ লাঠিসোটা নিয়ে সড়কে ব্যারিকেড দেয়। এ সময় তারা ঢাকামুখী একটি ট্রাক ও আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসে ভাঙচুর চালায়। পরে তারা যাত্রীদের নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্তমর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুর্বৃত্তরা বাস ও ট্রাকে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।