ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হৃদয় ও ম্যাজিস্ট্রেট কাদেরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
হৃদয় ও ম্যাজিস্ট্রেট কাদেরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে বোমার আঘাতে গুরুতর আহত ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আবদুল কাদের মিয়া ও ফেনী সরকারি পাইলট হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী শাহরিয়ার হৃদয়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন বাংলানিউজকে জানান, ম্যাজিস্ট্রেট আবদুল কাদের ও শাহরিয়ার হৃদয়ের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেলিনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


 
শাহরিয়ার হৃদয় ফেনীর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে এরইমধ্যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আনা হয়েছে। জানান প্রধানমন্ত্রী উপ-প্রেসসচিব।
 
ম্যাজিস্ট্রেট আবদুল কাদের মিয়াও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
 
আশরাফুল আলম খোকন জানান, চিকিৎসার জন্য প্রয়োজনে আহতদের বিদেশ নেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।
 
এর আগে রোববার(১৮ জানুয়ারি’২০১৫) শাহরিয়ার হৃদয়ের সঙ্গে ককটেলে আহত মিনহাজুল ইসসলাম অনিকেরও চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার জন্য অনিককেও বিদেশ পাঠাতে বলেছেন প্রধানমন্ত্রী।
 
গত ৯ জানুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে বিজিবির একটি টহল দলের সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদের মিয়া। তাদের গাড়ি শহরের এসএসকে সড়কের জহিরিয়া মসজিদের কাছে পৌঁছালে সেখানে থাকা অবরোধকারীরা গাড়ি লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করে। এতে ম্যাজিস্ট্রেট আবদুল কাদের মিয়া গুরুতর আহত হন। এ ঘটনায় আবদুল কাদেরের চোখের চারদিকেও স্প্লিন্টার বিদ্ধ হয়।
 
অন্যদিকে গত ৫ জানুয়ারি সোমবার বিকাল পৌনে ৫টার দিকে ফেনী শহরের খেজুর চত্বরে দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে ফেনী সরকারি পাইলট হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম অনিক (১৫) ও শাহরিয়ার হৃদয় (১৬)  গুরুতর আহত হন। তারা প্রাইভেট পড়া শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় অনিক ও হৃদয়ের চোখ মারাত্মক ভাবে ক্ষতি হয়।
 
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।