ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
বালিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি ছবি: প্রতীকী

রাজবাড়ী: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বড় বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫টি দোকান ঘর। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।



সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- ইউনুস আলী সরর্দারের পাটের দোকান, সুরঞ্জন দাসের পাটের গোডাউন, নাসিরের সারের দোকান, নাসির বিশ্বাসের মুদি দোকান, উজ্জ্বলের লেপ তোষকের দোকান, ফারুকের ভুসি মালের দোকান, বাসারের মুদি দোকান, মাহফুজের মুদি দোকান, সহিদ বিশ্বাসের ভুসি মালের দোকান, শ্যাল কুণ্ডুর পাটের গোডাউনসহ মোট ১৫টি দোকান।

রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ফজলু মণ্ডল জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি জানান, খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টায়  আগুন সম্পূর্ণরুপে নিভাতে সক্ষম হয়। আগুনে প্রায় ২০/২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর কারণে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।