ঢাকা: বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল অ্যাসোসিয়েশনের অনুষ্ঠিত ২০১৫-১৬ মেয়াদের নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে প্রগতিশীল গণতান্ত্রিক পরিষদ সমর্থিত ইলেক্ট্রিক্যাল বিজনেস ফোরাম।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি আলিমুজ্জামান আলিম নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেওয়ারও দাবি জানান।
সংবাদ সম্মেলনে আলিমুজ্জামান আলিম বলেন, গত বছরের ১৫ ডিসেম্বর অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ভোটার তালিকায় ৭১৮ জন ভুয়া ভোটার ছিলেন। এ ভুয়া ভোটারদের বিষয়ে নির্বাচনের আগে বোর্ডের কাছে আমরা আপত্তি জানাই। ভুয়া ট্রেড লাইসেন্স ও ইটিনএনধারী ব্যক্তি/প্রতিষ্ঠানকে ভোটার তালিকা থেকে বাদ দিতে বোর্ডের কাছে অনুরোধ করি।
জাতীয় রাজস্ব বোর্ডের কাছেও ৭১৮ ভুয়া ভোটের তথ্যের প্রমাণ পাওয়া যায়। রাজস্ব বোর্ড এ বিষয়ে ওই সময় নির্বাচন বোর্ডকে অবহিত করে। কিন্তু নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড যোগসাজশের মাধ্যমে ওই সব ভুয়া ভোটারদের ভোট প্রদানের সুযোগ দিয়ে নির্বাচন সম্পন্ন করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আলিমুজ্জামান।
তিনি আরো বলেন, নির্বাচনে অ্যাসোসিয়েশনের ২১টি পদের মধ্যে আমাদের বিপরীত পক্ষ (গণতান্ত্রিক পরিষদ) ১২টি পদে জয়ী হয়। এসব ভুয়া ভোটারদের ভোট দানে সুযোগ না দিলে আমাদের পক্ষ বিজয়ী হতো।
আলিমুজ্জামান আলিম অভিযোগ করে বলেন, কয়েকশ’ ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করে নির্বাচনের নামে প্রহসণ করা হয়েছে। এজন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এতে আমাদের অনেক যোগ্য প্রার্থী নির্বাচিত হতে পারেন নি।
সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ট্রেড অর্গানাইজেশন অর্ডিন্যান্স ১৯৬১ এর ৯(২)ঙ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ৫০ বছরের পুরনো এ অ্যাসোসিয়েশনের সুনাম ও ঐহিত্য রক্ষার স্বার্থে প্রকৃত ভোটারদের সমন্বয়ে নতুন করে নির্বাচনের ব্যবস্থার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ইলেক্ট্রিক্যাল বিজনেস ফোরামের নেতাদের মধ্যে আলী জামান, শাহাদাত হোসেন ভূইয়া, মাহবুবুল হক শাকিল, আজিজুর রহমান, মোজাম্মেল হক পাঠানসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫