নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রাসেল মিয়া (২২) নামের যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের বালুয়ারচর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রাসেল মিয়া কালাপাহাড়িয়ার খালিয়ারচর গ্রামের হক সাহেবের ছেলে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আরব আলী জানান, রাসেল সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন। রোববার রাতে কোনো এক সময়ে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে চকে ফেলে রাখে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, কে বা কারা হত্যা করেছে এ বিষয়ে জানা যায়নি। তবে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫