ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামে স্কুলশিক্ষক শহিদুল ইসলামকে গলা কেটে হত্যা করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী সীমা খাতুনকে (২৭)আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে তাকে আটক করে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটক সীমা একই উপজেলার চালাপাড়ার শাহজাহান আলী তালুকদারের মেয়ে। তিনি উপজেলার বাটিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, এক মাস আগে সীমা ও শহিদুলের বিয়ে হয়। রোববার রাতে নবদম্পতি নিজেদের ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে সিঁধ কেটে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শহিদুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার স্ত্রীকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫