ঢাকা: প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংবাদিকদের কল্যাণে অনেক কাজ করেছেন বলে মন্তব্য করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজী।
সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠা, প্রেস ইনস্টিটিউট, মিরপুরে সাংবাদিকদের জন্য আবাসিক পল্লী স্থাপনসহ নানারকম কাজ করে গেছেন। অথচ আজ কিছু ‘দল অন্ধ’ সাংবাদিক এসব ভুলে গেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ বাস্তবতাকে কখনোই মানে না। তাই তারা জিয়াউর রহমানের বিরুদ্ধে বিষদগার করে।
সংগঠনের সভাপতি সাখাওয়াত ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫