ঢাকা: রাজধানীর ডেমরার ডেল্লা স্টাফ কোয়ার্টার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। এ ঘটনায় আহত জুবায়ের হোসেন রাজন (২৬) নামে আরও এক আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ল্যাবএইডে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এরআগে মারা যান, মুরশেদ (২৪) নামে আরেক মোটরসাইকেল আরোহী।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মুরশেদ ডেমরার ডেল্লা স্টাফ কোয়ার্টার এলাকার গোলাম মোস্তফা মজুমদারের ছেলে। তার বড় ভাই জাহিদ মজুমদার মুরশেদের লাশ সনাক্ত করেন।
আর জুবায়ের হোসেন রাজনের বাবার নাম মোফাজ্জেল হোসেন। তার বাবা বাংলানিউজকে বলেন, জুবায়ের সাইথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুরশেদ নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ল্যাবএইড হাসপাতালে নেওয়ার পথে জুবায়ের হোসেন রাজনেরও মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫/ আপডেট সময়: ১৫১০, ১৭২২ ঘণ্টা