ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ট্রাক চাপায় মা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
সুনামগঞ্জে ট্রাক চাপায় মা-ছেলে নিহত ছবি: প্রতীকী

সুনামগঞ্জ: সুনামগঞ্জের কাঠইর এলাকায় ট্রাকের চাপায় হিউম্যান হলারের (লেগুনা ব্র্যান্ড) দুই যাত্রী মা ও ছেলে নিহত ও ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে দিরাই-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন, তাহিরপুর উপজেলার ভবানীপুর গ্রামের গোপি রঞ্জন দাসের স্ত্রী প্রণতি রানী দাস (৩৫) এবং তার ছেলে প্রিয়জিৎ (৬)।

এছাড়া গুরুতর আহত  হুসাইন (২২), তোপাজ্জল (৫০), সাবিনা (২০), সাজু (১৬) ও তছলিমা খাতুনকে (৪২) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত হুসাইন জেলা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজিনগর গ্রামের চন্দন মিয়া ছেলে, সাজু  একই উপজেলার ঘাগলী গ্রামের সিকান্দার আলী ছেলে ও তছলিমা খাতুন সিকান্দার আলী স্ত্রী এবং তোফাজ্জল একই জেলার জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের অধিবাসী, সাবিনা সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের হাবিব মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী লেগুনাটি দিরাই যাচ্ছিল। পথে কাঠইর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক লেগুনাটিকে চাপা দিলে এর ১২ যাত্রী আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ঘটনাস্থল থেকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫/আপডেট: ১৭১০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।