ঢাকা: বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে ব্রিফিং করেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর দুইটা থেকে বিকেল সোয়া তিনটা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি ব্রিফিং করেন।
ব্রিফিংয়ে অস্ট্রেলিয়া, চীন, জাপান, কানাডা, ব্রাজিল, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং দূতাবাস প্রধানরা অংশ নেন।
২০১৫ সালের ৫ জানুয়ারি বর্তমান সরকারের এক বছর পূর্তি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ব্রিফিং করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মন্ত্রণালয় জানায়, নির্দিষ্ট সময় পর পর পররাষ্ট্রমন্ত্রী বিদেশি বন্ধু ও দাতাসংস্থার প্রতিনিধিদের বিভিন্ন বিষয়ে ব্রিফিং করে থাকেন। তারই ধারাবাহিকতায় সোমবারও তিনি ব্রিফিং করেন।
এর আগে গত ১৪ জানুয়ারি ইউরোপীয় দেশভুক্ত কূটনীতিক ও রাষ্ট্রদূতদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫/আপডেটেড: ১৫৪১