খুলনা: খুলনায় অনলাইনে ভিসার ই-টোকেন পূরণের নামে জালিয়াতির অভিযোগে তিন প্রতারককে আটক করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে নগরীর গোবরচাকা মোড়ের এস্টেট ব্যাংক অব ইন্ডিয়া সংলগ্ন পরশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামক একটি প্রতিষ্ঠান থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন, প্রতিষ্ঠান মালিক বড় বাজার ওয়েস্ট মেকড রোড এলাকার গোবিন্দা সাহার ছেলে পলাশ সাহা (৩৫), কর্মচারী বরিশালের মির্জাগঞ্জ এলাকার মোজাহার আলীর ছেলে মোহাম্মদ আলী (২৩) ও ঘর মালিক গোবরচাকা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল খালেক (৫৬)।
তাদের কাছ থেকে ৩টি ল্যাপটপ, ১টি প্রিন্টার ও ২৯টি জাল সিল উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে মহানগর গোয়েন্দা শাখার পরিদর্শক সুরেশ চন্দ্র হালদার বাংলানিউজকে জানান, আটককৃতরা অনলাইনে ভিসার ই-টোকেন পূরণের নামে বিভিন্ন ব্যাংকের ম্যানেজার, কলেজ অধ্যাপক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের কর্মকর্তাদের নামে জাল সিল ও ভুয়া ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে জালিয়াতি করে আসছিল।
এ অভিযোগে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক এবং জালিয়াতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরবর্তীতে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫