ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

৫ দিনের রিমান্ডে জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃত ৪ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
৫ দিনের রিমান্ডে জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃত ৪ জন ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃত ৪ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন সাখাওয়াতুল কবির ওরফে কবির, আনোয়ার হোসেন, রবিউল ইসলাম এবং নজরুল ইসলাম।



সোমবার (১৯ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।   দুপুরে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর জাফর আলী বিশ্বাস।

শুনানি শেষে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালত।

রোববার (১৮ জানুয়ারি) গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ওই চারজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ (উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও লিফলেট উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, গ্রেফতারকৃতরা জেএমবি’র সক্রিয় সদস্য। বাংলাদেশে আইএস’র সদস্য সংগ্রহের জন্য গোপন বৈঠককালে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আইএস’র সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।