ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে রাস্তায় গাছ ফেলে ডাকাতিকালে আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
কাশিয়ানীতে রাস্তায় গাছ ফেলে ডাকাতিকালে আটক ৭

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে ডাকাতিকালে সাত ডাকাতকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা খুলনাগামী মাইক্রোবাসের যাত্রী সাইদুর রহমানকে (২০) কুপিয়ে আহত করে।

আহত সাইদুর রহমানকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি খুলনার আবুল কাশেমের ছেলে।

আটক ডাকাতরা হলেন- নড়াইলের লোহাগাড়া উপজেলার চাচই গ্রামের পিকুল মোল্লা (৩৩) ও রফিকুল ইসলাম তরিক (২২), একই উপজেলার ঘাঘা গ্রামের উজ্জ্বল মোল্লা ওরফে শিপন (২৫) ও জাকির সিকদার (৩৫), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার রাসেল শেখ (২০) এবং কাশিয়ানীর শিবগাতি গ্রামের শেখ সাহাবুল (৩০) ও নয়ন শেখ (২০)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ভোরে আট/১০ জনের একদল ডাকাত মহাসড়কের জোনাশুর এলাকায় গাছ ফেলে খুলনাগামী মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা করে। এসময় তারা গাড়িতে থাকা সাইদুরকে কুপিয়ে জখম করে। টের পেয়ে পুলিশের টহল মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছুলে ডাকাতরা সেই গাড়ি ভাঙচুর করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে চার ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো তিন ডাকাতকে আটক করা হয়।

তিনি আরো জানান, ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।