ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারভীন আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১টার দিকে কসবা উপজেলার রাণীয়ারা গ্রামে পুকুর পাড় থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে এলাকাবাসী রাণীয়ারা গ্রামের একটি পুকুরের পাশে পারভীন আক্তারের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫