ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কসবায় গৃহবধূর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
কসবায় গৃহবধূর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারভীন আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১১টার দিকে কসবা উপজেলার রাণীয়ারা গ্রামে পুকুর পাড় থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

পারভীন আক্তার রাণীয়ারা গ্রামের প্রবাসী অলিউল্লার স্ত্রী।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে এলাকাবাসী রাণীয়ারা গ্রামের একটি পুকুরের পাশে পারভীন আক্তারের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।