নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামিলা বেগম নামের গৃহবধূকে হত্যার অভিযোগে সামসু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) এর বিচারক মিয়াজী শহীদুল ইসলাম চৌধুরী এ দণ্ড প্রদান করেন।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি ফজলুর রহমান বাংলানিউজকে বলেন, ২০০৯ সালের ২৯ এপ্রিল রূপগঞ্জের দড়িয়াকান্দি এলাকাতে তুচ্ছ ঘটনার জের ধরে জামিলা বেগমকে হত্যা করে সামসু মিয়া। এ ঘটনায় আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলার বিচার কার্যক্রম শেষে বিচারক মৃত্যুদণ্ডের রায় দেন।
তবে রায় ঘোষণার সময় আসামি সামসু মিয়া পলাতক ছিলেন বলেও জানান পিপি ফজলুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫