বরিশাল: বরিশালে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল পুলিশ লাইনসের ইন সার্ভিস সেন্টারের সভা কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের তিন মাস পর এটিই সাংবাদিকদের সঙ্গে তার প্রথম মতবিনিময় সভা।
সভায় পুলিশের সব কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
এসময় পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশে জনবল বৃদ্ধি করা হচ্ছে।
তিনি আরো বলেন, বরিশালে দিন দিন জনসংখ্যা ও মেট্রোপলিটনের আয়তন বাড়ছে। এজন্য এরই মধ্যে এখানে পাঁচ হাজার ৯০ জন পুলিশ সদস্যের জনবল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বরিশালে আরো দু’টি থানা ও পাঁচটি পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্তের প্রস্তাবনাও উপস্থাপন করা হয়েছে।
মতবিনিময় সভায় পুলিশ কমিশনার উপস্থিত সাংবাদিকদের জানান, পুলিশের তথ্য পাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে মিডিয়া সেন্টার খোলা হয়েছে।
পুলিশ সব ধরনের তথ্য দিয়ে সংবাদ কর্মীদের সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন-বরিশাল মোট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সোয়েব আহম্মেদ (হেডকোয়র্টার), আবু সালেহ মো. রায়হান (ট্রাফিক), আব্দুর রোউফ (দক্ষিণ), জিল্লুর রহমান (উত্তর), সহকারী পুলিশ কমিশনার আজাদ রহমান (মুখপাত্র-বরিশাল মেট্রোপলিটন পুলিশ), শাহনাজ পারভিন (এসি, কাউনিয়া থানা), রুনা লায়লা, আসমা আক্তার, আসাদুসজ্জামান, কাজী আব্দুল কাইয়ুম প্রমুখ।
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পূলক চ্যাটার্জি, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫