ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বছরের প্রথম অধিবেশন চলবে ৫ মার্চ পর্যন্ত

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
বছরের প্রথম অধিবেশন চলবে ৫ মার্চ পর্যন্ত

সংসদ ভবন থেকে: নতুন বছরের শুরুর অধিবেশন চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় দিনের কার্যসূচি শুরু হবে।



সোমবার (১৯ জানুয়ারি) অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, এইচএম এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ এবং মইন উদ্দীন খান বাদল প্রমুখ।
 
জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
 
দশম জাতীয় সংসদের পঞ্চম এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৪৫ ঘণ্টা সাধারণ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি। এতে অধিকাংশ সংসদ সদস্যই বক্তব্য রাখতে পারবেন।
 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫/আপডেট: ১৬৪৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।