ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেতন পাচ্ছেন না, উল্টো হুমকিতে অপরাধকণ্ঠের সাংবাদিক-কর্মচারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
বেতন পাচ্ছেন না, উল্টো হুমকিতে অপরাধকণ্ঠের সাংবাদিক-কর্মচারীরা

ঢাকা: বেতন ভাতা পাচ্ছেন না দৈনিক অপরাধকণ্ঠের সাংবাদিক-কর্মচারীরা। পত্রিকাটির অর্থ সহায়তাকারী সিপিএম গ্রুপ একদিকে যেমন বেতন-ভাতা দিচ্ছেনা, পাশাপাশি অযাচিত হস্তক্ষেপ করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।



এক প্রকার বাধ্য হয়ে পত্রিকাটির সম্পাদক-প্রকাশক বিষয়টিতে থানায় সাধারণ ডায়েরিও করেছেন। নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

সোমবার(১৯ জানুয়ারি’২০১৫) পত্রিকাটির সম্পাদক রাশিদুল হাসান ডিএমপির গুলশান থানায় সাধারণ ডায়েরিটি করেন।

জানা যায়, আর্থিক সহায়তা দিতে সিপিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) সোহেল শরীফ ও চেয়ারম্যান কর্নেল(অব.) শরীফুল ইসলাম গত সেপ্টেম্বরে পত্রিকাটির সঙ্গে যুক্ত হয়। পত্রিকাটি সারাদেশে ব্যাপকভাবে বাজারজাত করা হবে এমন আশ্বাসে সম্পাদক রাশিদুল হাসানসহ ২ শতাধিক সাংবাদিক-কর্মচারী ওই মাস থেকে কাজ শুরু করেন।

কিন্তু কিছুদিন পরই সিপিএম এমডি অযাচিত হস্তক্ষেপ শুরু করেন। তিনি নিজেই পত্রিকাটিতে বেশ কয়েকজন সাংবাদিক-কর্মচারী নিয়োগ দেন। বেতন ভাতা দিতে টালবাহানা শুরু করেন। সর্বশেষ গত ৫ জানুয়ারি মাত্র ২লাখ ১০হাজার টাকার একটি চেক দিলেও তা ৩ বার ডিজঅনার হয়েছে।

এর আগে গত ১৮ নভেম্বর’২০১৪ ইং তারিখে পত্রিকাটির ব্যবহৃত কমবেশী ১০ কোটি টাকা ইলেক্ট্রিক, ইলেক্ট্রনিক্স দ্রব্যাদিসহ গুরুত্বপূর্ণ নথি সিপিএম গ্রুপের গুলশানস্থ অফিসে স্থানান্তর করা হয়।

সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতাসহ ব্যয়ের অর্থ চাওয়ায় গ্রুপের এমডি-চেয়ারম্যানের নির্দেশে তাদের মাস্তানবাহিনী হুমকি দিয়ে যাচ্ছে বলেও সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।