ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি পেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
রাজবাড়ীতে শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি পেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্বের মতো স্বয়ংক্রিয়ভাবে সবার সঙ্গে একযোগে বেতন স্কেল কার্যকর করার দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখা।

সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের কাছে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপিটি দেওয়া হয়।



এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি সুশীল দত্ব তাপস, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, সহ-সভাপতি সিরাজউদ্দিন বিশ্বাস, সাইদা খানম, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, যুগ্ম সম্পাদক আদেল উদ্দিন মোল্লা, কোষাধ্যক্ষ লিটন কুমার নাগ, জেলা কমিটির সদস্য ওয়াহিদ মণ্ডল ও ফিরোজ খন্দকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।