ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চম অধিবেশনে পাঁচ প্যানেল সভাপতি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
পঞ্চম অধিবেশনে পাঁচ প্যানেল সভাপতি ফাইল ফটো

জাতীয় সংসদ ভবন থেকে: দশম জাতীয় সংসদ পরিচালনার জন্য ৫ জন সংসদ সদস্যকে প্যানেল সভাপতি মনোনীত করা হয়েছে। অধিবেশনের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্যানেল সভাপতিদের নাম পাঠ করে শোনান।



পঞ্চম অধিবেশনে স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্যানেল সভাপতিদের মধ্যে থেকে অগ্রবর্তী জন সংসদ পরিচালনা করবেন।

পঞ্চম অধিবেশনের প্যানেল সভাপতিরা হলেন, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মোল্লা, মাহমুদুস সামাদ চৌধুরী, ফখরুল ইমাম ও বেগম পিনু খান।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।