জাতীয় সংসদ ভবন থেকে: দশম জাতীয় সংসদ পরিচালনার জন্য ৫ জন সংসদ সদস্যকে প্যানেল সভাপতি মনোনীত করা হয়েছে। অধিবেশনের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্যানেল সভাপতিদের নাম পাঠ করে শোনান।
পঞ্চম অধিবেশনে স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্যানেল সভাপতিদের মধ্যে থেকে অগ্রবর্তী জন সংসদ পরিচালনা করবেন।
পঞ্চম অধিবেশনের প্যানেল সভাপতিরা হলেন, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মোল্লা, মাহমুদুস সামাদ চৌধুরী, ফখরুল ইমাম ও বেগম পিনু খান।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫