ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চলমান সহিংসতার নিন্দা কূটনীতিকদের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
চলমান সহিংসতার নিন্দা কূটনীতিকদের

ঢাকা: দেশের চলমান সহিংসতার নিন্দা জানিয়েছেন কূটনীতিকরা। কয়েকটি দেশের কূটনীতিকদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের একথা জানান।



সোমবারের ব্রিফিংয়ে কূটনীতিকদের সঙ্গে সংলাপসহ নানান বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর দুইটা থেকে বিকেল সোয়া তিনটা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অস্ট্রেলিয়া, চীন, জাপান, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, কোরিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও দূতাবাস প্রধানদের উদ্দেশ্যে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

এসময় পররাষ্ট্র সচিব শহীদুল হক ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে কূটনীতিকদের পক্ষ থেকে সংলাপের মাধ্যমে বর্তমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয়। মানুষের জান, মাল ও নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন তারা।

শহীদুল হক জানান, কূটনীতিকরা দেশের চলমান সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। গণতন্ত্র পরিপন্থি এই সহিংস কর্মকাণ্ড করে গণতন্ত্র শক্তিশালী করা যায় না। আশা করছি খুব শিগগিরই এসব সহিংসতা বন্ধ হবে।

ব্রিফিংয়ে গত এক বছরে সরকারের কূটনৈতিক সাফল্য ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত করা হয়।

পররাষ্ট্র সচিব জানান, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা ও জামায়াতকে ত্যাগ করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে যে দু’টি রেজ্যুলেশন নিয়ে এসেছিলো সে দু’টি পুনর্ব্যক্ত করেছেন মন্ত্রী।

গত জানুয়ারি মাসে এক রেজ্যুলেশনে ইইউ পার্লামেন্ট দেশে নির্বাচন পূর্ব সময়ে বিএনপি-জামায়াতের সহিংসতার নিন্দা ও সহিংসতা সৃষ্টিকারী রাজনৈতিক দলগুলোকে এ ধরনের আচরণের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করে। এসময় বিএনপিকে জামায়াত ছাড়ার জন্যও সুপারিশ করে ইইউ পার্লামেন্ট।

পররাষ্ট্র সচিব জানান, সম্প্রতি গণমাধ্যমে আসা বিএনপির দু’টি জালায়াতি নিয়ে কূটনীতিকরা মন্ত্রীর কাছে জানতে চাইলে সেগুলো ভিত্তিহীন ও মিথ্যা বলে জানান মন্ত্রী।

কূটনীতিকরা সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির প্রশংসা করেছেন বলেও জানান শহীদুল হক। অগ্রগামী দেশ হিসেবে  বাংলাদেশের প্রসংশাও করেন তারা।

এর আগে গত ১৪ জানুয়ারি ইউরোপীয় দেশ এবং রাশিয়া, নরওয়ে, দি হলি সি ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতদের কূটনীতিক ও রাষ্ট্রদূতদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

ওই ব্রিফিংয়ে অংশ নেওয়া রাষ্ট্রদূত ও কূটনীতিকরা চলমান সহিংসতা, বিশেষ করে প্রাণহানির ঘটনায় তাদের উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে সহিংসতা বন্ধ ও গণতন্ত্রকে শক্তিশালী করতে সব পক্ষকে সংলাপে বসার আহ্বান জানান।

বিজেপি সভাপতি অমিত শাহ’র ফোন ও কংগ্রেসম্যানদের বিবৃতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের জানান, দুটি খবরই মিথ্যা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ওআইসি, সার্ক ও আসিয়ানভুক্ত দেশের কূটনীতিকদের আরেক দফা ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫/আপডেট: ১৯০৭

** বিদেশি প্রতিনিধিদের পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।