মৌলভীবাজার: মৌলভীবাজার সদরের কামালপুর বাজার এলাকায় একটি মালবোঝাই ট্রাক ভাঙচুর করেছে অবরোধকারীরা।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে শেরপুর বাজার থেকে ছেড়ে আসা একটি মালবোঝাই ট্রাক মৌলভীবাজার আসছিল। পথে কামালপুর বাজারের কাছে অবরোধকারীরা ইট-পাটকেল ছুড়ে গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫