রাজশাহী: রাজশাহীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে এসএটিভির দ্বিতীয় বর্ষপূতি উৎসব। বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী নগরীতে চারদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই বিশিষ্টজনরা এসএটিভি’র রাজশাহী ব্যুরো অফিস প্রাঙ্গণে এসে শুভেচ্ছা জানান এসএ টিভির কর্মীদের।
বেলা ১১টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর নগরীর একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে কেক কাটা হয়।
এ সব আয়োজনে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুর রউফ মিঞা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন প্রফেসর আমজাদ হোসেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী মেট্রেপলিটন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল চৌধুরী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সরদার আবদুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন এসএ টিভির রাজশাহী ব্যুরো ইনচার্জ জিয়াউল গনি সেলিম।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫