ঢাকা: বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় নিহতরা হলেন, ট্রাক চালক সুজন (৩২), তার সহযোগী মজনু (৩৫) ও ব্যবসায়ী সাইফুল (৪৫)।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রাখা হয়েছে।
এই নিয়ে বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ২১ জন আহত হলেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, সোমবার কয়লাবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল।
বিকেল ৫টার দিকে উপজেলার নয়মাইল ফারহান ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছালে ঢাকা থেকে গাইবান্ধাগামী সৈকত পরিবহন নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং ট্রাক চালকসহ কমপক্ষে ৫ জন আহত হন।
এর আগে রোববার দিনগত রাত পৌনে ২টায় বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন বনানী এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে বিশ্ব ইজতেমা ফেরত ৪ মুসল্লি নিহত হন। এ ঘটনায় আহত হন আরো ১৬ মুসল্লি।
তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভতি করা হচ্ছে।
মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোট সাতজন নিহত ও ২১ জন আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫/আপডেটেড: ১৮২৪ ঘণ্টা, ২১২৬