রাজশাহী: রাজশাহীর শ্রী শ্রী দিগম্বর জৈন ঠাকুর মন্দির বাড়ি থেকে চুরি হওয়া ৬টি মূর্তির মধ্যে তিনটি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মহানগরীর হড়গ্রাম এলাকা থেকে পিতলের মূর্তিগুলো উদ্ধার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গত বুধবার (১৪ জানুয়ারি) মন্দির থেকে মূর্তিগুলো চুরি হয়। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হড়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে আনারুল ও আকবর নামের দু’জনকে তিনটি মূর্তিসহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা মূর্তি চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান মহানগর পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫