মাগুরা: চাবিটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন শীলা আক্তার। একটি চাবি আবার মনে পড়িয়ে দিল জীবনের সবচাইতে প্রিয় সেই মানুষটিকে।
যার হাত ধরেই তিনি থাকতেন সব চাইতে নিশ্চিন্তে। যার সঙ্গে জীবন জড়িয়ে ছেড়েছিলেন বাবার ঘর। যাকে কাছে পেলেই তার হাতে আসতো স্বর্গের সুখ।
সেই প্রাণপ্রিয় স্বামী রিপন আজ নেই। তার বীরত্বপূর্ণ জীবনদানের স্বীকৃতি স্বরূপ মিলেছে এই চাবি। একতলা একটি বাড়ি। কিন্তু তিনি আর নেই এ পৃথিবীতে। তাইতো এ চাবি হাতে পেয়েও আনন্দের বদলে কান্নায় ভেঙে পড়ছেন তিনি।
কুমিল্লায় দায়িত্বরত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত বিজিবি সদস্য মাগুরার রিপন হোসেনের পরিবারের জন্য বাড়িটি তৈরি করে দিয়েছে বিজিবি।
সোমবার সকালে সদর উপজেলার হাজিপুর গ্রামে রিপনের বাড়িতে তার স্ত্রীর হাতে বাড়ির চাবি হস্তান্তর করেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২০১৩ সালের ২৬ নভেম্বর সিপাহী মো. রিপন হোসেন ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লা সেক্টরে কর্মরত অবস্থায় অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার্থে বেসামরিক প্রশাসনকে সহায়তার দায়িত্বে কুমিল্লা শহরে নিয়োজিত ছিলেন।
এ দিন ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আহমেদের নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যের সমন্বয়ে কুমিল্লা শহরের তালতলা চৌমুহনী এলাকায় হরতাল সমর্থনকারীদের ধাওয়া করে অশান্ত পরিস্থিতি শান্ত করার চেষ্টা কালে দুর্বৃত্তরা তাদেরকে গুলি করে এবং ককটেল ছোড়ে। এতে সিপাহী রিপন হোসেন গুলিবিদ্ধ হন।
তাৎক্ষণিকভাবে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে সিপাহী রিপন হোসেন স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
সিপাহী রিপনের মৃত্যুতে বিজিবি মহাপরিচালক, সিপাহী রিপন হোসেনের অসহায় স্ত্রী ও মেয়ের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য প্রাথমিকভাবে ৫ লাখ টাকা অনুদান দেন। যা তার আড়াই বছরের মেয়ে তাফসিমার নামে এফডিআর করা হয়।
এছাড়াও মহাপরিচালকের নির্দেশে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তত্ত্বাবধানে বিজিবির সার্বিক সহায়তায় প্রায় দশ লাখ টাকা ব্যয়ে তাদের বসবাসের জন্য একতলা বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করা হয়।
সোমবার সকাল ১০টার দিকে বিজিবি যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মো. শহীদুল ইসলাম এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ওই বাড়ির নামফলক উন্মোচন করেন।
এ সময় তিনি মরহুম সিপাহী রিপনের স্ত্রী শিলা আক্তারের কাছে বাড়ির চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক জাবেদ সুলতান, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান, বিজিবিএম, মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আব্দুর রাজ্জাক, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম টিটব প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫