কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নাঈম (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে জাফরাবাদ ইউনিয়নের জগৎসাবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম উপজেলার জাফরাবাদ গ্রামের আবুল হাশেমের ছেলে ও প্রাইম কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানায়, দুপুরে জগৎসাহবাড়ী মোড় এলাকায় কিশোরগঞ্জ থেকে চামটা বন্দরগামী অটোরিকশা নাঈমকে ধাক্কা দেয় । এতে সে ছিটকে রাস্তার পড়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বাংলানিউজকে ঘটনাটি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫