ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘চ্যালেঞ্জ নিয়ে দেশ পরিচালনা করছে সরকার’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
‘চ্যালেঞ্জ নিয়ে দেশ পরিচালনা করছে সরকার’ ছবি: সংগৃহীত

ঢাকা: সাংবিধানিক প্রক্রিয়া সমুন্নত রেখে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার চ্যালেঞ্জ নিয়ে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের স্বাগত ভাষণে তিনি এ মন্তব্য করেন।



রাষ্ট্রপতি সোয়া এক ঘণ্টার মতো বক্তব্য রাখেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, গণতন্ত্রের বিকাশ, আইনের শাসন সুদৃঢ়করণ এবং সামাজিক শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণতন্ত্রের ধারাবাহিক চর্চা ও অনুশীলন জাতির বিভিন্নমুখী সমস্যার সমাধান দিতে সক্ষম এই বিশ্বাস সরকারের কার্যক্রমে প্রতিফলিত হয়েছে।

প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত ও দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সংবিধান সমুন্নত রেখে এবং সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে ২০১৪ সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ গঠিত হয়। এর মাধ্যমে বর্তমান সরকারের ওপর দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পিত হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সমস্যা নিরসনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন এবং জাতির অগ্রযাত্রা স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে সর্বাত্মক উদ্যোগ নিয়েছে।

সরকার ও বিরোধীদলকে জাতি গঠনে অবদান রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মহান জাতীয় সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এ প্রেক্ষাপটে আমি সরকারি দল ও বিরোধীদল নির্বিশেষে সবাইকে জনগণের আকাঙ্ক্ষা পূরণের প্রতিষ্ঠান জাতীয় সংসদে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাই।

দেশ গঠনে সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সমুন্নত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখতে, গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করতে এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে, বাঙালি জাতিকে আবারও ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে এবং দলমত-পথের পার্থক্য ভুলে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।

বর্তমান নির্বাচন কমিশনের প্রশংসা করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার মাধ্যমে গণতন্ত্রকে একটি সুদৃঢ় ভিত্তির প্রতিষ্ঠিত করে সমাজে সুশাসন প্রতিষ্ঠায় অবদান রেখে যাচ্ছে।

তিনি বলেন, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনসহ কয়েক হাজার নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করেছে এ নির্বাচন কমিশন, যা দেশে বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

রাষ্ট্রপতি তার বক্তব্যে দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রা, বিনিয়োগ ও শিল্প-বাণিজ্য, খাদ্য, কৃষি, নারী ও শিশুউন্নয়ন, খেলাধুলা, যুব উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন, কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্যপুষ্টি, শিক্ষা, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ-জ্বালানি, পরিবহন ও যোগাযোগ, আবাসন খাত, পর্যটন, সুশাসন ও নাগরিক সেবা, আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, কূটনৈতিক সর্ম্পক, বিচার ব্যবস্থা, গণমাধ্যমসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এসব ক্ষেত্রে সরকারের সফলতার দিক তুলে ধরেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

** রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলীয় নেতার উদ্বেগ
** পুলিশ বাহিনীতে আরও ৫০ হাজার নতুন সদস্য
** নাশকতামূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে
** বছরের প্রথম অধিবেশন, চলছে রাষ্ট্রপতির ভাষণ
** গোবিন্দ হালদারসহ ১৪ বিশিষ্ট ব্যক্তির নামে শোক প্রস্তাব
** বছরের প্রথম অধিবেশন চলবে ৫ মার্চ পর্যন্ত
** বছরের প্রথম অধিবেশন বসছে বিকেলে
** পঞ্চম অধিবেশনের পাঁচ প্যানেল সভাপতি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।