ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের তহবিলে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
সোমবার (১৯ জানুয়ারি) অনুদানের টাকা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব এম ইকবাল আর্সেনাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্ত লাল সেনের হাতে তুলে দেন তিনি।
অগ্নিদগ্ধ মানুষের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের উদ্যোগে একটি তহবিল গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫।