ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দগ্ধদের দেখতে ঢামেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
দগ্ধদের দেখতে ঢামেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ

ঢাকা: দেশে টানা অবরোধ চলাকালীন সময় পেট্রোল বোমায় দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। সোমবার (১৯ জানুয়ারি) তিনি ঢামেকে যান।



এ সময় তিনি মানুষ পোড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। অবরোধের নামে যারা এ ধরনের নৃশংস কর্মকাণ্ড করছে তা অবিলম্বে বন্ধেরও আবেদন জানান তিনি।

এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এইচ এম তায়েহীদ জামাল।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।