ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
রূপগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জে জমি দখল নিয়ে বিরোধের জের ধরে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় ও সংঘর্ষ হয়েছে। এতে দুই জন গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়।

 

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে নাগেরবাগ  এলাকায় একটি জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা আনোয়ার হোসেনের লোকজনের সঙ্গে ভুলতা ইউনিয়ন ছাত্রীগের সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুনের  লোকজনের কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জের ধরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাগেরবাগ এলাকায় আনোয়ার হোসেনের পক্ষে সোহেল রানাসহ তাদের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে ছাত্রলীগ নেতা মামুনের নেতৃত্বে রাজন, কোরবান, সালাউদ্দিনসহ তাদের লোকজনও সসস্ত্র অবস্থান নেয়।

একপর্যায়ে  উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
 
এতে সোহেল রানা ও সোহেল মিয়া নামে দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ এবং রাজন, অলি, বিদ্যুৎ, সজলসহ ৮ জন আহত হয়। এ সময় পুরো এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।

গুলিবিদ্ধ সোহেল রানা ও সোহেল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।