ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় মানুষের কঙ্কাল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
পুঠিয়ায় মানুষের কঙ্কাল উদ্ধার

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় মানুষের কঙ্কাল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কঙ্কালটি টাঙ্গাইলের করটিয়া কলেজের কোনো শিক্ষার্থীর।



সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পুঠিয়া উপজেলার ভরুয়াপাড়া গ্রামের আবেদের আঁখের জমি থেকে পুলিশ কঙ্কালটি উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, বিকেলে ভরুয়াপাড়া গ্রামের আবেদের জমির আঁখ কাটার সময় কঙ্কালটি চোখে পড়ে। পরে পুলিশে খবর দিলে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন মাস আগে হত্যার পর লাশটি আঁখ ক্ষেত্রে ফেলে রাখা হয়েছে।

শরীরের কোনো মাংস নেই। শুধুই কঙ্কাল। কঙ্কালের ভেতরে একটি বই পাওয়া গেছে। তাতে লেখা আছে করটিয়া কলেজ, টাঙ্গাইল। এটা থেকে ধারণা করা হচ্ছে কঙ্কালটি ওই কলেজের কোনো ছাত্রের হতে পারে।

এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান হাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।