চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান থেকে অন্তত ৫০ মণ জাটকা (ছোট ইলিশ) জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার (১৯ জানুয়ারি) গভীররাতে জাটকাগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতে এমভি ফারহান লঞ্চে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫০ মণ জাটকা জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয় নি।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জব্দকৃত জাটকাগুলো সকাল ৯টার দিকে বিভিন্ন এতিমখানা ও গরীব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫