ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১১ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১১ জনের কারাদণ্ড

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জুয়া খেলার দায়ে ১০ জুয়াড়িসহ ১১ জনকে সাতদিন করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান এ আদেশ দেন।



সাজার আদেশপ্রাপ্তরা হলেন-কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের আকরাম আলী (৪৮), হাতিবান্ধা উপজেলার ভক্তি বিকাশ (৩২), হামিদ (৩৫), মমিনুর (৩৩), এনামুল (৩০), আজিজুল (৩৫), রণজিৎ (৩২), কাদের (৩৩), আলতাফ (৩২), দিপক (২৫) ও আজগর আলী (৩৩)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার কাশিরাম এলাকায় আয়োজিত বাল্যবিয়ের আসর থেকে কনের বাবা আকরাম আলীকে আটক করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বি। এরপর গভীর রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদেশ্বর গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে মাইক্রোবাসসহ ১০ জুয়াড়িকে আটক করেন তিনি।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে আটক সবাইকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

বাংলাদেশ সময়: ১১১০ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।