ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে ডাকাতি, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
আশাশুনিতে ডাকাতি, আহত ৩

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা গৃহকর্তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূকে কুপিয়ে জখম করে নগদ ৩০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।



সোমবার (১৯ জানুয়ারি) গভীররাতে উপজেলার বড়দল ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের হরিদাশ গাইনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

গৃহকর্তা হরিদাশ গাইন বাংলানিউজকে জানান, সোমবার রাত আড়াইটার দিকে ১০/১২ জনের একদল ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতর প্রবেশ করে। এসময় ডাকাতরা তার স্ত্রী যশোদা, ছেলে চিত্ত গাইন ও ছেলের স্ত্রী চায়না রানীকে কুপিয়ে নগদ ৩০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। আহতদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।