ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে জেলা প্রশাসকের বিরুদ্ধে করা পিটিশন খারিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
মেহেরপুরে জেলা প্রশাসকের বিরুদ্ধে করা পিটিশন খারিজ

মেহেরপুর: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলার লটারির ড্র’অনুষ্ঠানে দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসক মাহমুদ হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে দায়ের করা পিটিশনটি খারিজ করে দিয়েছেন আদালত।

বিধি সম্মত না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ রবিউল হাসান পিটিশনটি খারিজ করে দেন।



এর আগে মেহেরপুর কোর্টের অ্যাডভোকেট ও মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ইয়ারুল ইসলাম বাদী হয়ে লটারি ড্র’তে দুর্নীতির অভিযোগ এনে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মাহমুদ হোসেন, ক্রীড়া সংস্থার সদস্য সচিব আতাউল হক লাল মিয়া, মেহেরপুর ক্যাবল টিভি অ্যাসোসিয়েশনের সভাপতি সানোয়ার শহিদ, উল্লাশ লটারির মালিক মোবারক হোসেন এবং পারভেজ হোসেনের বিরুদ্ধে একটি পিটিশন দেন জেলা ও দায়রা জজের আদালতে।

পিটিশনের বাদী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমি বিকেল সাড়ে ৪টার সময় জানতে পেরেছি পিটিশনটি আমলে নেননি আদালত। রোববার আদালত থেকে এ সংক্রান্ত আদেশ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।