জাতীয় সংসদ ভবন থেকে: নাশকতায় দগ্ধদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। তিনি বলেছেন, আমরা সবাই অগ্নিদগ্ধদের চিকিৎসা সহযোগিতায় এক মাসের বেতন দিতে পারি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ ঘোষণা দেন।
হাজী সেলিম বলেন, পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মানুষ পুড়ে মরছে। স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) আপনি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গিয়ে দেখেছেন মানুষের আর্তনাদ। ১৬ কোটি মানুষের পক্ষ থেকে আপনি এগিয়ে গেছেন। এখানে দাঁড়িয়ে আমি আহ্বান জানবো- আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়ানোর। আমি আমার এক মাসের বেতন অগ্নিদগ্ধদের জন্য দেওয়ার ঘোষণা দিলাম।
এরপর আলোচনায় অংশ নিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, খালেদা জিয়া জঘন্য জিঘাংসামূলক রাজনীতি শুরু করেছেন। সরকারকে পতনের জন্য নয়, যেহেতু আন্দোলনে সমর্থন পাননি সেই কারণেই জনগণের বিরুদ্ধে আন্দোলন করছেন তিনি।
প্রতিহিংসামূলকভাবে সাধারণ মানুষকে হত্যা করছেন খালেদা, এমন মন্তব্য করে আমু বলেন, এতো মানুষ মারলেন, কিন্তু সাংবাদিক সম্মেলনে এতটুকুও দুঃখবোধ বা সমবেদনা প্রকাশ করলেন না, একটি কথাও বলেননি সেদিন। কারণ তিনিই নির্দেশ দিয়ে মানুষ হত্যা করছেন। দেশকে পাকিস্তানের মতো অকার্যকর দেশে পরিণত করার ষড়যন্ত্রে নেমেছেন খালেদা জিয়া।
আমু আরও বলেন, খালেদা জিয়ারা যে ইসলামপন্থি নয়, ইসলামবিরোধী তা প্রমাণ হয়েছে। ইসলামিক দলগুলোর প্রতি প্রশ্ন- যারা বিশ্ব ইজতেমায় বাধা দিলো, নবী করিম (সা.)-এর জন্মদিবসে বাধা দিলো- সেই খালেদা জিয়াদের বিরুদ্ধে তাদের কোনো কথা নেই কেন? কিছু না পাওয়ার গাত্রদাহ থেকে খালেদা জিয়া দেশের বিরুদ্ধে অগ্নিদাহ করছেন।
তিনি হাজী সেলিমের প্রস্তাব সমর্থন করে বলেন, আমরা সবাই অগ্নিদগ্ধদের সহায়তা করতে পারি। আমরা তাদের পাশে দাঁড়াতে পারি।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫