ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় কারেন্ট জাল ও জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
মেঘনায় কারেন্ট জাল ও জাটকা জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।
 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ডের একটি দল এ অভিযান পরিচালনা করেন।



কোস্টগার্ডের পেটি কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মেহেন্দীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে তারা অভিযান পরিচালনা করেন। সেসময় মেঘনা নদী থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল এবং একটি ট্রলারে থাকা ৩০ মণ জাটকা উদ্ধার করা হয়। পরে আটক জাল ও মাছ উলানিয়া মুজাফ্ফর খান ডিগ্রি কলেজ মাঠে আনা হয়।

এসময় জাটকা মাছ বিভিন্ন এতিমখানাসহ দুঃস্থদের মধ্যে বিতরণ করেন এবং অবৈধ কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।