ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জাকির (১১) নামে একটি শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে সাভার ক্যান্টনমেন্টের মির্জানগর এলাকার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক আশরাফ উদ্দিন মল্লিক (ক্যাপ্টেন অব.) তাকে ঢামেক বার্ন ইউনিটে নিয়ে আসেন।
তখন তিনি বলেন, ১৩ জানুয়ারি সন্ধ্যায় সাভারের নবীনগর মোড় থেকে কয়েকজন দোকানি শিশুটিকে দগ্ধ অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসেন। শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়া শিশুটির চিকিৎসা এতোদিন আমাদের হাসপাতালেই চলছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।
তিনি জানান, অবরোধকারীদের দেওয়া আগুনে, না অন্য কোনোভাবে সে দগ্ধ হয়েছে তা জানা যায়নি।
শিশুটির কোনো আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যায়নি।
উদ্ধারকারীদের বরাত দিয়ে ওই হাসপাতালের সার্জাসি ওয়ার্ডের সেবিকা ইনচার্জ হাসিনা বানু মোবাইল ফোনে জানান, ১৩ জানুয়ারি সন্ধ্যায় নবীনগর এলাকায় রাস্তায় দগ্ধ অবস্থায় শিশুটি পানি পানি বলে চিৎকার করছিল। এসময় আশপাশের কয়েকজন দোকানি তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে আসে। জাকির তার নাম ছাড়া কোনো তথ্য দিতে পারেনি।
** ঢামেকের বার্ন ইউনিটে স্বজনহীন দগ্ধ জাকির
বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫