দিনাজপুর: দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌর শহরের শাল বাগান এলাকায় ট্রাকের চাপায় সেলিম (৪৫) নামে ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সেলিম দিনাজপুর শহরের তিন নম্বর উপশহরের আব্দুল মতিনের ছেলে।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাতে শালবাগান এলাকায় একটি ট্রাক ঘটনাটি ঘটেছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সেলিম মারা যান। এসময় আহত হন আরো তিন যাত্রী।
আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫