সাভার (ঢাকা): মার্কেটিং কোম্পানির নামে শতাধিক যুবকের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাভারের পপুলার কর্পোরেশন লিমিটেডের (পিসিএল) এমডি জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগীরা জানান, প্রায় তিন মাস আগে কয়েকজন সাভারের সোবহানবাগের মফিজ প্লাজায় পপুলার কর্পোরেশন লিমিটেডের (পিসিএল) নামে একটি অফিস ভাড়া নেন।
অপরদিকে, বিক্রয় প্রতিনিধিদের দুই থেকে আড়াইশ’ পণ্য বিক্রি করার কথা বলে জামানত নিয়ে চাকরি দিলেও পরে দেখা যায়, আসলে তাদের কোনো পণ্যই নেই।
বৃহস্পতিবার বিকেলে পিসিএলের কর্মচারীরা তাদের বেতন-ভাতা ও জামানত ফেরতের দাবিতে এমডি জাকির হোসেনকে আটক করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ কর্মচারীরা তাকে মারপিট করে। এসময় আরো কয়েকজন কর্মকর্তা বিক্ষোভের মুখে পালিয়ে গেছেন।
খবর পেয়ে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুকুল ঘটনাস্থলে এসে জাকির হোসেনকে আটক করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব হোসেন বাংলানিউজকে জানান, কথিত পপুলার কর্পোরেশনের এমডি জাকির হোসেনের বাড়ি পটুয়াখালী সদরে। তাকে প্রতারণার দায়ে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫