বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের হেলপার জুয়েল (২৫) নিহত ও গুরুতর আহত হয়েছেন চালক দুলাল।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে খুলনা-মংলা মহাসড়কের শুকদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল খুলনার রুপসা উপজেলার পাঁচালী গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আহত দুলালকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজী বাংলানিউজকে জানান, মংলার কিংব্রান্ড সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্ট নিয়ে ট্রাকটি রাজশাহী যাচ্ছিলো। পথে খুলনা-মংলা মহাসড়কের শুকদাড়া এলাকায় পৌঁছুলে ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার জুয়েলের মৃত্যু ও চালক দুলাল গুরুতর আহত হন।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫