কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ৩৫০ ক্যান বিয়ারসহ আব্দুর রহমান ( ১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া থেকে এগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ থানার উপ-পরিদর্শক (এস আই) আলমগীর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বিয়ারগুলো উদ্ধার করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান থন্দকার বলেন, সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করে আব্দুর রহমানকে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫