ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় ডাকাতের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
সলঙ্গায় ডাকাতের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৪ প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গার খারিজা ঘুঘাট গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদলের হামলায় শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।



আহতদের মধ্যে গুলিবিদ্ধ শফিকুল ইসলামকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজেমিক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১২টার সময় সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের খারিজা ঘুঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, রাত ১২টার সময় খারিজা ঘুঘাট গ্রামের আব্দুর রশিদ মণ্ডলের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতদল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বললে বাড়ির লোকজন দরজা খুলে দেয়।

সঙ্গে সঙ্গে ডাকাতরা ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালপত্র লুটপাট করার চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন বাধা দিলে ডাকাতরা তাদের মারধর করে। এতে আব্দুর রশিদের স্ত্রী কমেলা বেগম (৫০), তার ছেলে সুরমান আলী ও মানিক আহত হয়।

আহতদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এলে ডাকাতরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে ওয়াজেদ আলীর ছেলে শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।