ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমের ফাঁদ পেতে ডাকাত গ্রেফতার!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
প্রেমের ফাঁদ পেতে ডাকাত গ্রেফতার! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে নারী পুলিশ সদস্যের প্রেমের ফাঁদে ফেলে আন্তঃজেলা ডাকাতের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার বসতঘরের খাটের নিচে আবিষ্কার হয়েছে একটি বাংকারও।


 
শুক্রবার সকালে তাকে নগরীর ধানগবেষনা রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। খলিলুর রহমান নগরীর ২৪নং ওয়ার্ড ধানগবেষণা এলাকার বাসিন্দা।

২০১৪ সালের ২৪ নভেম্বর রাতে বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ বাদলপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বরিশালের পুলিশ সুপার এ.কে.এম এহেসানউল্ল্যাহ বাংলানিউজকে জানান, অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আ. খালেক সিকদারের বাড়িতে ডাকাতির ঘটনায় ২৫ নভেম্বর বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন তার স্ত্রী উম্মে ইয়াসমিন। এরপর আসামিদের গ্রেফতারে নামে পুলিশ।

এরই ধারাবাহিকতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার ও নারী পুলিশের মাধ্যমে ডাকাত সদস্য খলিলুর রহমানকে প্রেমের ফাঁদে ফেলা হয়।

এরপর খলিলুরের অবস্থান চিহ্নিত করে শুক্রবার ভোরে তার বাড়িতে অভিযান চালালে ঘরের খাটের নিচের বাংকারে পালিয়ে থাকেন তিনি। পরে তল্লাশি চালিয়ে বাংকার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডাকাত সদস্য খলিলুর রহমানের বিরুদ্ধে বরিশাল, পটুয়াখালী সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে বরিশাল জেলা পুলিশ সুপার এ.কে.এম এহেসানউল্ল্যাহ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।