ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধলেশ্বরী থেকে ৮০০ কেজি জাটকা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
ধলেশ্বরী থেকে ৮০০ কেজি জাটকা উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় ধলেশ্বরী নদীতে তিনটি লঞ্চ থেকে ৮০শ’ কেজি জাটকা মাছ উদ্ধার করেছে কোস্টগার্ড, পাগলা স্টেশন। উদ্ধার করা জাটকার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা।



শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ জাটকা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

পাগলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান ও নারায়ণগঞ্জের মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

হাসানুর রহমান বাংলানিউজকে জানান, ধলেশ্বরী নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় ‘এম ভি ফারহান-৪, এম ভি ঈগল-৪ ও এম ভি তাকওয়া’ যাত্রীবাহী লঞ্চ থেকে ৮শ’ কেজি অবৈধ জাটকা আটক করা হয়।

তবে এ জাটকার মালিক কে বা কারা তা জানা যায়নি। টিম লিডার চিফ পেটি অফিসার এমএ রউফ ও সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদ হোসেন অভিযানে নের্তৃত্ব দেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।