সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজার সংলগ্ন বেতনা নদীর ঘাট থেকে অজ্ঞাতপরিচয় (৩৪) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
আশাশুনি থানার উপ পরিদর্শক (এসআই) মনোজিত কুমার নন্দী বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা বুধহাটা বাজার সংলগ্ন বেতনা নদীর ঘাটে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মৃতদেহের শরীরের বিভিন্ন অংশে একাধিক সেলাইয়ের দাগ দেখা গেছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫