গোপালগঞ্জ: গোপালগঞ্জের সদর উপজেলার সোনাকুড় এলাকা থেকে ১০০ পিস ইয়াবার ট্যাবলেটসহ উজ্জ্বল মোল্যা (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে তাকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন বাংলানিউজকে জানান, উজ্জ্বল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবার ব্যবসা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় এক’শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫