ঢাকা: গানে গানে সহিংসতা ও হত্যাকাণ্ড প্রতিরোধ- সমাবেশ শুরু করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ সমাবেশ শুরু হয়।
যা রাজধানী ঢাকাসহ দেশের ৬৪টি জেলায় একযোগে চলছে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সমর বড়ুয়ার কণ্ঠে ইতিহাসখ্যাত ‘মাগো ভাবনা কেন’ গানের মাধ্যমে শুরু হওয়া সমাবেশ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের একক ও দলীয় সংগীত এবং কবিতা আবৃত্তিসহ নানান পরিবেশনা থাকছে।
সমাবেশে উপস্থিত আছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ সম্পাদক হাসান আরিফ, জোটের সাবেক সভাপতি ও নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, নাট্যব্যাক্তিত্ব রামেন্দ্র মজুমদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫